রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মান প্রদর্শনে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থেকেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ও জেলা পরিষদের নবনিযুক্ত সকল সদস্যরা।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ৫২'র ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যবৃন্দ। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মো. শিবলী নোমান, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়াসহ জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, প্রণতি রঞ্জন খীসা, প্রতুল চন্দ্ৰ দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, ক্যও সিং মং, নাইউ প্রু মারমা, ড্যানিয়েল লাল মুয়ান পাংখোয়া, রাঙাবী তঞ্চঙ্গ্যা, সাগরিকা রোয়াজা, দয়াল দাশ, মো. হাবিব আজম, মিনহাজ মুরশীদ, বৈশালী চাকমা, লুৎফুন্নেসা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার সাংবাদিকদের বলেন, পার্বত্য এলাকার শিক্ষা,স্বাস্থ্য, কৃষি ও পর্যটনের বিষয়টি অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবো।
জেলা পরিষদের সদস্য মো. হাবিব আজম বলেন, যথাযোগ্য মর্যাদায় আমরা আমাদের দায়িত্ব গ্রহনের শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ৫২'র ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণেও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ গভীর শোক প্রকাশ ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করছে। সকল শহীদদের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত