ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির উপজেলা রামগড়ে প্রায় দেড় এক যুগ পর সম্প্রীতির সমাবেশ করলেন বিএনপি জানালেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। এসময় তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের কোন সভা করতে দেয়নি। বিভিন্ন মামলা হামলায় জড়িয়ে হয়রানি করেছে। আমি আমার শৈশবে বেড়ে ওঠা নিজগ্রাম রামগড়ও আসতে পারিনি। শুধু আমাকে না বিভিন্নভাবে সাধারণ জনগণদেরও হয়রানি করেছে আওয়ামীলীগ। আপনারা আমাকে ভালোবাসেন, বিএনপিকে ভালোবাসেন বলেই আজকে বিএনপি আবার দীর্ঘ ১৮ বছর পর এই রামগড়ে সম্প্রীতির সমাবেশ করেছে বিএনপি। সমাবেশ পরিণত হয়েছে জন সমুদ্রে।
আগামীতে বিএনপি জনগণের ভোটে, সাধারণ জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচনে আসতে চাই। সাধারণ জনগণের যানমালের যাতে কোন ক্ষতি না হয় সেদিকে সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন। এবং পাহাড়ে যাতে সম্প্রীতির সহাবস্থান থাকে সেদিকে লক্ষ্য রাখতে রামগড়ে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সম্প্রীতির সমাবেশ এসব কথা বলেন তিনি।
সম্প্রীতির সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলার বিএনপির সমন্বয়ক
হাফেজ আহাম্মদ ভূইয়া'র সভাপতিত্ত্ব বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড.মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত