রাঙ্গামাটির লংগদুতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চলমান প্রকল্পের কার্যক্রম পরিদর্শণ করেছেন নবনিযুক্ত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর এটিই তার প্রথম কোন সংক্ষিপ্ত সফর।
মঙ্গলবার (১৭ আগষ্ট) উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা জেলার বাঘাইছড়ি উপজেলা সফর শেষে নৌ-পথে দুপুরে লংগদু উপজেলার মাইনীমুখ এসে পৌছান।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, সাধারণ সম্পপাদক বাবুল দাশ বাবু, মাইনীমুখ ই্উপি চেয়ারম্যান আব্দুল আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ফুলের তোড়া উপহার দিয়ে নিখিল কুমার চাকমাকে শুভেচ্ছা জানান।
এসময় উনার সফর সঙ্গী হিসেবে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, জেলা পরিষদ সদস্য এলিপন চাকমা, উপ-সহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমান উপস্থিত ছিলেন।
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নবোডের ২০ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা ৩৪৪ মিটার দীর্ঘ মাইনীমুখ-গাঁথাছড়া সংযোগ কাচালং নদীর উপর নির্মিত সেতু পরিদর্শন সহ বেশকিছু চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
পরে তিনি লংগদু উপজেলা সদরে রেষ্ট হাউজে গেলে সেখানে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, লংগদু উপজেলা শাখার” পক্ষ থেকে লংগদু উপজেলায় আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পরে নিখিল কুমার চাকমা নৌপথে রাঙামাটির উদ্দেশ্য রওনা করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত