সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সরকারি কামরুল ইসলাম কলেজের পিছনের রাস্তাটি বন্ধ করে দিলো কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক ও স্থানীয়রা।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, কলেজের অংশে কাপড়, লুঙ্গি সহ বিভিন্ন জিনিস রোদে শুকাতে দেওয়া হয়েছে। পাশেই রয়েছে ফেনসিডিলের বেশ কিছু খালি বোতল। এসময় কলেজের বেশ কয়েকজন শিক্ষক, ছাত্র ছাত্রী এবং স্থানীয়রা উপস্থিত ছিল। ছাত্র ছাত্রীরা মাদক মুক্ত কলেজ ক্যাম্পাসের দাবিতে শ্লোগান দিতে থাকে কলেজে। এসময় তারা বলেন কলেজ ক্যম্পাস মাদক মুক্ত চাই তাছাড়া কলেজ এড়িয়ায় বাড়ি থাকায় বাড়ির জামা কাপড় সহ সব কিছুই কলেজ ক্যাম্পাসে শুকাতে দেওয়া হয়। ক্লাস চলা কালীন সময়ে যেটা দেখতে পাওয়া দুঃখ জনক ব্যাপার।
এসময় জাকির হোসেন সহ অধিকাংশ শিক্ষক দাবি করেন, কলেজ ক্যাম্পাসে পাশের বাড়ির রাস্তার জন্য কলেজ থেকে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে এবং মসজিদে যাওয়ার জন্য পাশ দিয়ে রাস্তা আছে তারপর ও কলেজের মধ্যে দিয়ে জায়গা রাখা হয়েছে। এছাড়া কলেজের মুল ফটক এর চাবি আছে স্থানীয় দুটি পরিবারের কাছে। এটা দুঃখজনক।
এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক নুরুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডেঙ্গুতে আক্রান্ত থাকায় আমি দ্বায়িত্ব পালন করছি। তবে কলেজ ক্যাম্পাস মাদক মুক্ত চাই তাছাড়া কলেজে ক্লাস চলা কালীন সময়ে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন জিনিস শোকাতে দেওয়াটা সমর্থন করি না। তাছাড়া মূল ফটকের চাবি বাইরের মানুষের কাছে আছে এটা আমি আজকে জানতে পেরে নতুন তালা কিনে দিচ্ছি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত