ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা: অংসুই প্রু মারমা বলেন, জীবনে পরিশ্রম, সততা, স্বচ্ছতা না থাকলে সফলতা অর্জন করা যায় না। তাই পরিশ্রমী ও নিষ্ঠাবান ব্যক্তির যেকোন কাজ খুব সহজে হয়ে যায়।
তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী চাকুরীজীবি কল্যান সমিতির ১৭ জন সদস্য যারা স্ব- স্ব প্রতিষ্ঠান থেকে কর্মজীবন সমাপ্ত করায় তাদেরকে অবসরোত্তর সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শনিবার (৯ নভেম্বর) বিকেল ৩ টায় রাইখালী চাকুরীজীবি কল্যান সমিতির আয়োজনে রাইখালী বাজার সেতু বন্ধন সংঘ ক্লাব সংলগ্ন চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: অংসুই প্রু মারমা আরোও বলেন, শিক্ষক হচ্ছেন আমাদের জীবনের পথপ্রদর্শক। একজন আলোকিত শিক্ষক পারে তাঁর ছাত্রদের সঠিক পথ দেখাতে। আমরা ছাত্র জীবনে সঠিক শিক্ষক পেয়েছি বলে আজ এই পর্যায়ে আসতে পেরেছি।
চাঁদপুর মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক এবং সমিতির সদস্য ডা: নারায়ন চন্দ্র দাশ এর সভাপতিত্বে ডংনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজেশ ভট্টাচার্য এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন রাইখালী চাকুরীজীবি কল্যান সমিতির কার্যকরি কমিটির সভাপতি মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক মনতোষ চৌধুরী, সমিতির প্রধান অডিটর সংবর্ধিত ব্যক্তিত্ব বাবুল কান্তি দে, সমিতির যুগ্ম সম্পাদক শিক্ষক তপন কান্তি দে এবং সমিতির সদস্য শিক্ষক মুন্না দে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত