পার্বত্য অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা রক্ষায়, সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠায় পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনহিতকর কাজ পরিচালনার অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর ইমরান আল জিহাদের নেতৃত্বে রাউজান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. ইউসুফ ইসলাম (৩৫) এর নিজ বাড়ি তল্লাশী করে ১টি দেশীয় অস্ত্র এবং ০৩ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ স্থানীয় আওয়ামীলীগ নেতা উক্ত অস্ত্রটি তার নিকট রেখে যায়। অতঃপর আভিযানিক দল এবং রাউজান থানা পুলিশ এর একটি দল সহ উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আসামীর তত্ত্বের ভিত্তিতে আভিযানিক দল ইউসুফসহ আরো ৩ জন সহযোগীকে আটক করে। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ এবং আসামী (১) মো. ইউসুফ ইসলাম (৩৫), পিতা মো. ইউসুফ গ্রাম পূর্ব রাউজানের জয়নগর থানা রাউজান জেলা চট্টগ্রাম (২) মো. মনসুর (৫০) পিতা আবুল কাশেম গ্রাম চৌধুরী পাড়া থানা রাউজান জেলা চট্টগ্রাম (৩) মো. হেলাল উদ্দিন (৩৮) পিতা মো. শফি গ্রাম পশ্চিম রাউজান পোস্ট ফকির টকিয়া থানা রাউজান জেলা চট্টগ্রাম (৪) মো. আলাউদ্দিন (৩৯) পিাতা মো. ইসমাইল গ্রাম পশ্চিম রাউজান পোঃ ফকির টকিয়া থানা রাউজান জেলা চট্টগ্রাম। গ্রেফতারদের রাউজান থানায় হস্তান্তর করা হয়।
রাঙ্গামাটি জোনের দায়িত্বপূর্ণ এলাকার শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত