মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ– বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন -বিকেএ কতৃক আয়োজিত মেধাবৃত্তি-২০২৩ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সনদ ও ক্রেস্ট প্রদান এবং গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ।
শনিবার(৯ নভেম্বর) সকাল দশটায় উপজেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়ান এ আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে ১০১ জন শিক্ষার্থীকে কৃতি শিক্ষার্থী হিসেবে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন, খাগড়াছড়ি জেলা শাখা ও অধ্যক্ষ,মাইনী কিন্ডারগার্টেন জেসমিন চাকমার সভাপতিত্বে
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব কমল চাকমা, রঞ্জিত নারায়ন ত্রিপুরা,জয়নাল আবেদীন, সুপ্রিয়া চাকমা, দীপুলাক্ষ চাকমা,মুকুন্দ চাকমাকে সসংবর্ধনা প্রদান করা হয়।
এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, নলেন্দ্র লাল ত্রিপুরা, বিশিষ্ট সমাজ সেবক,মোঃ মাইনুদ্দীন, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার।