অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:
সর্বক্ষেত্রে পার্বত্য এলাকার সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে বান্দরবানে বাঙালি ছাত্রদের জন্য প্রথম ছাত্রাবাস ‘সাঙ্গু বিলাস’র উদ্বোধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে বান্দরবানের ইসলামপুর এলাকায় মুসাফির পার্কে নির্মিত হয়েছে সাঙ্গু বিলাস ছাত্রাবাস। পিসিএনপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনাব কাজী মো: মজিবর রহমানের অর্থায়নে নির্মিত হয়েছে ২ তলা বিশিষ্ট এই ছাত্রাবাস। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পরিচালনায় উক্ত ছাত্রাবাস'টি পরিচালিত হবে।
আজ ৭ ই নভেম্বর বৃহস্পতিবার পিসিএনপি চেয়ারম্যান কাজী মো:মজিবর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বান্দরবান সেনা জোনের ৬৯ পদাতিক রিজিয়ন কমান্ডার 'ব্রিগেডয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান,এএফডব্লিউসি,পিএসসি ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মন্জুরুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ), বান্দরবান পার্বত্য জেলা। হোসাইন মোঃ রায়হান কাজেমী পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার,বান্দরবান। আব্দুস সালাম আজাদ, আমীর, জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা শাখা।
এডভোকেট আবুল কালাম আজাদ, পাবলিক প্রসিকিউটর, জেলা সেক্রেটারী, জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলন বান্দরবানের বেশকিছু প্রতিনিধি সহ সাংবাদিকবৃন্দ, পিসিএনপি ও পিসিসিপি'র নের্তৃবিন্দগণ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত