• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ উন্নয়নের ছোঁয়া বঞ্চিত গুইমারা: স্বাস্থ্য-শিক্ষায় অন্ধকার শার্শায় ব্যবসায়ীকে চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই আটক ২ রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু লামায় রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার রামগড়ে রংতুলি একাডেমি’র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত আকবর জেল হাজতে ৬ দফা দাবি আদায়ের সমর্থনে: কাপ্তাই বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চবির অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তি ও তরুণী ধর্ষণের বিচারের দাবি ৩ মাসেও চালু হয়নি খাগড়াছড়ির রবি টাওয়ার মানিকছড়িতে দুই টেকনিশিয়ান অপহৃত!

মাটিরাঙ্গায় ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: / ১১৬ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়ি : আধুনিক খাগড়াছড়ির রূপকার কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভুইয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালের দিকে ৩নং ওয়ার্ডের কাজীপাড়া হাজী মালেক চত্বরে অনুষ্ঠিত এ সাংগঠনিক সভার আয়োজন করে ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন।

৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী।

৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. জাকির হোসেন আবুল এর সঞ্চালনায় সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সাদ্দাম হোসেন, যুগ্ম-সম্পাদক দেবাশীষ দ্ত্ত আশিষ, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াসুদ্দিন, যুগ্মআহবায়ক আব্দুর রহমান সুমন ও মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বী প্রমুখ বক্তব্য রাখেন।

গত ১৬ বছর আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হওয়ার কথা উল্লেখ করে বক্তারা বলেন, ৩নং ওয়ার্ডে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। সাবেক এমপি ওয়াদুদ ভুইয়ার তৈরী করা রাস্তা দিয়ে মোটর সাইকেল ধাপিয়ে তার দলের নেতাকর্মীদেরই নির্যাতন-হয়রানী করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়াকে সংসদে পাঠাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

৩নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংগঠনিক সভা সমাবেশে রূপ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ