আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট, বাগেরহাট:
জন্ম-মৃত্যু নিবন্ধনে আবারও খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নিবার্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। বিভাগে সেরা ১০ জনের মধ্যে তিনি প্রথম,এছাড়া এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছে মেহেরপুর জেলার গাংনী ও মুজিবনগর উপজেলা।
গতকাল ৪ নভেম্বর,খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের জন্ম মৃত্যু নিবন্ধন মনিটরিং সেল, অক্টোবর মাসের জন্ম ও মৃত্যু নিবন্ধন পারফরমেন্সের এই তালিকা প্রকাশ করেন। এর পূর্বে তিনবার এ বিষয়ে তিনি বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হন।
প্রথম বারের মত মোল্লাহাট উপজেলা কে তালিকায় প্রবেশ ও প্রথম স্থান অর্জনের জন্য শুভেচ্ছা জানিয়ে মোল্লাহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ বলেন এর ফলে মোল্লাহাটে বাল্যবিবাহ ও শিশুদের স্কুলে ভর্তি এবং বয়সের জটিলতা অনেকাংশে কমে আসবে।
তার এই অর্জনে মোল্লাহাটের সকল জনগণের প্রশংসায় ভাসছেন তিনি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত