রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাইবোনছড়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই হয়ে গেলো বিএনপি ক্লাবসহ তিনটি মুদি মাল ও চা দোকান ।
রবিবার (১৫ আগস্ট) দিবাগত রাত প্রায় ১ টার সময় হঠাৎ ভাই বোন ছড়া বাজারে আগুনের এমন মর্মান্তিক ঘঠনা ঘঠে।
স্থানীয় দোকান মালিক ইব্রাহিম সূত্রে জানাযায়, গত রাত প্রায় ১ টার সময় পাশের হানিফের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। কি ভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুন লেগেছে। এতে তিনটি মুদি দোকান,ও একটি চা দোকানএবং বিএনপি ক্লাব সম্পূর্ন পুড়ে যায়। স্থানীয়রা প্রায় তিন ঘন্টা আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকাবাসীর ধারনা আগুনে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
আগুনে একবারেই নিঃশেষ হয়েছে ঈমান আলী, খলিল ও আবু হানিফ, তাদের তিনটি দোকান একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান এলাকাবাসী।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত