অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:
শিশির ঝরা হেমন্তের ঘন ঘোর অমাবস্যা তিথিতে আজ বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের শ্যামাপূজা। তারা দীপাবলির আলোকে উদ্ভাসিত করে তুলবেন চারদিক। হিন্দুরা মনে করেন, এ মাহেন্দ্রলগনে আবির্ভাব ঘটবে কালী দেবীর। দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ পালন করবে দীপাবলি উৎসব।
ন্যায়ের জয় আর পারলৌকিক আঁধার সরিয়ে ফেলার কামনায় তারা নৈবেদ্য দেবে তাদের কালীমাতার পাদপদ্মে। মঙ্গল শিখায় হিন্দু গৃহগুলো আলোকিত করে রাখা হবে। নিশি উপবাসের পর আগামীকাল অন্নকুট মহোৎসব আর সন্ধ্যা আরতি দেওয়া হবে। সন্ধ্যায় দীপাবলি ও মঙ্গল শিখা প্রজ্বালন এবং দিবাগত রাতে শ্যামাপূজা, প্রসাদ বিতরণ, এক দিন পরই ভাইফোঁটা, অতিথি আপ্যায়ন ও আরতি। শ্যামাপূজা উপলক্ষ্যে বান্দরবানে কেন্দ্রীয় মন্দিরসহ আশ্রম মঠ,বাঙালির ঘরে ঘরে পূজামণ্ডপগুলোতে প্রস্তুতি চলছে ।
সেখানে চলছে উৎসবের বহুমাত্রিক মহাযজ্ঞ।
অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। কালীপূজা উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন নানা ধর্মীয় উৎসব কর্মসূচি হাতে নিয়েছে। সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজা ২০২৪।
শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম, বান্দরবান পার্বত্য জেলা "ও অসত্যে মা সদাময় তমসো মা জ্যোতির্গময় "
সকল কালিমা দূর করার অভিপ্রায়ে বান্দরবান শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে কেন্দ্রীয় দুর্গা মন্দিরে শ্রীশ্রী শ্যামা মায়ের পূজার আয়োজন করা হয়েছে।
মায়ের আরাধনায় আপনি সপরিবারে আমন্ত্রিত।।
শুত্রেচ্ছায়
দিলীপ কুমার নাথ সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী অর্থ সম্পাদক ভবতোষ দাশ সাধারণ সংপাদক শ্রীশ্রী শ্যামা পূজা উদ্যাপন পরিষদ ১৪৩১ বঙ্গাব্দ
অনুষ্ঠানসূচী
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার-
সন্ধ্যা ৬:০০ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন
সন্ধ্যা ৬:৩০ মঙ্গলারতি
সন্ধ্যা ৭:০০ সংগীতানুষ্ঠান (গীত ও নৃত্যে মাতৃবন্দনা)
সন্ধ্যা ৮:০০ প্রসাদ বিতরণ
রাত ১১:২৬ গতে শ্রীশ্রী মায়ের পূজা আরম্ভ
পূজাঙ্গন: বান্দরবান শ্রীশ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত