সারা দেশের মত নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকাল ১০:৩০ মিনিটে উপজেলা চত্তরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা হলরুমে আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা’র সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মহীদুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী৫ (পুঠিয়া-দুর্গাপুর) মাননীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিকল্পনা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শুভদেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা, মহিলা ভাইসচেয়্যারম্যান বানেছা বেগম, উপজেলা যুব উন্নয় কর্মকর্তা রুহুল আমিন,দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, দুর্গাপুর পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার মনজুর আহমেদ,
দুর্গাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রব, দুর্গাপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আলী এবং আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে রচনা ও আবৃতি প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিভিন্ন স্কুল কলেজের প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন এবং পল্লী সঞ্চয় ব্যাংক দুর্গাপুর শাখা কর্তৃক দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।