ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। "সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি -বলে" এই শ্লোগান'কে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বরে ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় ইয়ুথনেট গ্লোবাল এবং পিওর আর্থ বাংলাদেশ এর আয়োজনে খাগড়াছড়িতে সিসা দূষণ প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ইয়ুথনেট কোঅর্ডিনেটর জবা ত্রিপুরা নেতৃত্বে বক্তব্য রাখেন , ইয়ুথনেট সদস্য আরাফাত হোসেন রিজভী, মোঃ সোহাগ , খলেন জ্যোতি ত্রিপুর।
এসময় বক্তারা বলেন, সিসা মানবদেহের জন্য একটি ক্ষতিকর উপাদান। এটি সেবনে শরীর নানান রোগে বাসা বাঁধে। শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। মানুষের স্মৃতিশক্তি লোভ পায়। এজন্য সিসা সেবন থেকে ছাত্র সমাজ ও সচেতন নাগরিক সমাজ গড়তে অন্যকেও দূরে রাখতে আহ্বান জানানো হয়েছে।
মানববন্ধনে খাগড়াছড়ি জেলা শাখার ইয়ুথনেট সদস্য সহ সচেতন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত