লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনির উদ্দিনকে বরখাস্তসহ গ্রেফতার দাবি করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ দাবিতে আজ দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার বাজারে অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ঘন্টাখানেক পর অবরোধ তুলে নেয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সম্প্রতি ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন এলাকার লোকজন। এর প্রেক্ষিতে তাঁকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু তিনি এর জবাব না দিয়ে এক মাসের ছুটি নেন।
এই অবস্থায় গতকাল মঙ্গলবার তিনি ছুটিতে থাকা অবস্থাতেই তাঁর লোকজনসহ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানটিতে ঢুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুল হককে সাদা কাগজে স্বাক্ষর দিতে চাপ দেন।
এতে বাধা দিলে সহকারী শিক্ষক অধর চন্দ্রকে মারধর করা হয়। এসময় শিক্ষার্থীরা এগিয়ে এলে তাদের বেধড়ক মারধরে ১৮ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
এ ঘটনায় গতকাল আবারও তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ভারপ্রাপ্ত ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত