ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে ঢাকা ইপিআই সদর দপ্তর এর আয়োজনে এবং খাগড়াছড়ি সিভিল সার্জন এর বাস্তবায়নে জেলা পর্যায়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের জানান, আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর এ ক্যাম্পেইন এক মাসব্যাপী চলবে। এসময় পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনা মূল্যে এইচপিভির টিকা বিনা মূল্যে প্রদান করা হবে জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধ করার লক্ষ্যে। নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করতে পারবে। পরে ওই কার্ড দেখিয়ে জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে থেকে টিকার ডোজ গ্রহণ করতে পারবে।
এবং শিক্ষার্থীদের প্রথম ২ সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রসমূহে টিকা প্রদান করা হবে। পরবর্তীতে জেলার বিভিন্ন কমিউনিটির অস্থায়ী ও স্থায়ী কেন্দ্রসমূহে টিকা প্রদান করা হবে।
অবহিত করণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, মেডিকেল অফিসার ডা: উসিং মারমা, মেডিকেল অফিসার ডা: উৎপল চাকমা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত