ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ জুলাই-আগষ্ট গণহত্যাকারীদের বিচার এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর ভবন হয়ে তবলছড়ি চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাটিরাঙ্গা প্রতিনিধি মো. আমির হেসেন রনি, মো. কামাল হোসেন সজিব, মো. আদনান হাসনাত স্বাধীন ও মো. ফয়েজউল্যাহ মীর প্রমুখ বক্তব্য বক্তব্য রাখেন।
ফ্যাসিস্ট সরকারের গনহত্যার বিচারের দাবি করে বক্তারা বলেন, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে খুনিরা নির্বিচারে এদেশের ছাত্র জনতার উপর গুলি করে হত্যা করেছে। এদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার নাই। তাই ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ জুলাই-আগষ্ট গণহত্যাকারীদের বিচার এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধের দাবি জানান। তারা বলেন, তারা দেশকে অস্থিতিশীল করতে গোপন তৎপরতা চালাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় হামলা করছেন। এসময় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের মনোনীত রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানান বক্তারা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত