অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:
পার্বত্য চট্টগ্রাম চুক্তি তথা আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্র লিপ্ত প্রতিক্রিয়াশীল সুবিধাবাদী সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলুন” এই স্লোগানে বান্দরবানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) বান্দরবান জেলা কমিটির ২য় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২১ শে অক্টোবর সোমবার বান্দরবানের মেঘলা এলাকার হোটেল প্লাজা এর কনফারেন্স হলে এই ২য় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইউনাইটেড পিপল’স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) বান্দরবান জেলা কমিটির সভাপতি মংপু মারমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপল’স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা।
উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপল’স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আপ্রুমং মারমা, বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উবামং মারমা, সাংগঠনিক সম্পাদক রাম তন সাং বম (মালেক), বৃহত্তম পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা, ইউনাইটেড পিপল’স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির বাঘেরহাট সমন্বয়ক প্রত্যয় চাকমা সহ সংগঠনের সকল নেতাকর্মীরা।
সঞ্চালনায় ইউনাইটেড পিপল’স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সদস্য জুয়েল ত্রিপুরা।
অতিথিরা ইউনাইটেড পিপল’স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) বান্দরবান জেলার নতুন কমিটির সভাপতি হিসেবে উবামং মারমা, সাধারণ সম্পাদক হিসেবে জুয়েল ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে বিকাশ চাকমার নাম ঘোষনা করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত