ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: বন্যহাতির তান্ডবে কাপ্তাই পুলিশ সার্কেল অফিসের একটি ব্যারাকঘর ক্ষতিগ্রস্ত হবার খবর পাওয়া গেছে।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ২ টায় কাপ্তাই পুলিশ সার্কেলের ব্যারাকে ৩ টি বন্যহাতি আসেন এবং এর মাঝে ১ টি হাতি পুলিশ সদস্যের রূমে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো করে ফেলে। উক্ত রুমের পুলিশ সদস্য কাপ্তাই নতুন বাজার এলাকায় স্বপরিবারে বসবাস করে বিধায় রুমটিতে কেউ ছিল না।
পরবর্তীতে ঘটনার সংবাদ পেয়ে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি হতে হাতি তাড়ানোর একটি টিম ঘটনাস্থলে পৌঁছিয়ে হুইসেল বাজিয়ে হাতিগুলো তাড়ানো হয়।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন বলেন, হাতিগুলো খাবারের সন্ধানে উক্ত এলাকায় আসতে পারেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত