আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি
আগামী ২৪ অক্টোবর থেকে ঢাকা বিভাগ ব্যতিত দেশের ৭টি বিভাগে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শুরু হতে যাচ্ছে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাদান ক্যাম্পেইন-২০২৪। এ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে
উপজেলা স্যানিটারি ইন্সপ্যাক্টর পুলক চক্রবর্তীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমেন চাকমা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার রেহেনা মোস্তফা। সভায় উপজেলার সরকারি-বেসরকারি দপ্তর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি ও গনমাধ্যমকর্মী, কার্বারি, হেডম্যান, এনজিও প্রতিনিধি, সিএইচসিপি ও পাড়াকর্মী উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৪ অক্টোবর থেকে চার সাপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হওয়া এইচপিভি টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোািগতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূইয়া ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমেন চাকমা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত