শফিক ইসলাম, মহলছড়ি প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্টা বার্ষিকী সফল করার জন্য আগামী ২৭ শে অক্টোবর খাগড়াছড়িতে ব্যাপক উপস্থিতির লক্ষে মহালছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে অদ্য ২১ই অক্টোবর সোমবার বিকালে ইউনিয়ন যু্বদলের কর্মী সভা অনুষ্টিত হয়েছে।
উল্লেখ্য মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন রয়েছে যার মধ্যে মুবাছড়ি,ক্যায়াংঘাট,মাইসছড়ি ইউনিয়ন যুবদলের সাথে ৩টি কর্মী সভা শেষে এটি ৪র্থ তম কর্মী সভা যুবদলের।
বিকাল ৩:০০ ঘটিকায় শুরু হওয়া কর্মী সভায় শুরুতেই শ্রদ্ধার সাথে স্বরণ করা হয় আওয়ামীলীগ স্বৈরাচার বিরুধী ২০২৪ এর আন্দোলনে শহিদদের প্রতি এবং আহতদের প্রতি। যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন করে দেশ স্বাধীন হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা খাগড়াছড়ি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সংসদ ও তিন পার্বত্য উন্নয়ন বোর্ডের সফল চেয়ারম্যান জননেতা জনাব ওয়দুদ ভুইয়াকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত করে পাহাড়ের সাধারণ মানুষের কান্ডারী হয়ে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য সেই সাথে সংসদে পাহাড়ের মানুষের অধিকারের কথা বলার জন্য আলোচনা করা এবং শপথ গ্রহণ করা হয়।
সভায় বক্তরা আরো বলেন, অতীতে যারা স্বৈরাচারীর ভয়ে প্রোগ্রামে আসেন নি আপনারা নির্ভয়ে আসুন। সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে আমরা সকলে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। সেই সাথে আরো বলেন আমাদের মার্কা ধানের শীষ আমাদের নেতা ওয়াদুদ ভূইয়া।
সদর ইউনিয়ন যুবদলের আহব্বায়ক জনাব মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা যুবদলের আহব্বায়ক জনাব মোঃ শরিফুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব মোঃ সোহেল আহম্মেদ শুভ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক জনাব মোঃ বশির আহম্মেদ
উপজেলা যুবদলের যুগ্ন-আহব্বায়ক আজাহারুল ইসলাম,নজরুল ইসলাম,জাবেদুল ইসলাম,কাউছার আলম প্রমুখ।
সভায় সঞ্চালনা করেন মহালছড়ি সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আবু আনছার রনি ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত