অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:
পিতা : আবল কালাম এম ই এস (আর্মি) (অবঃ) বান্দরবান। মাতা: মার জাহান বেগম।
মোঃ তানভীর হোসেন, (ভিপি) বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। একক সাফল্যের ।
৫- শ্রেনী- A-+(with Captain)
অষ্টম শ্রেণিত বিভাগের ২য় -11 A-+
SSH- বিভাগ ২য় A-+
HHC- গেলেন- A-+
'পরিবার ও শিক্ষকদের গাইডলাইন মেনে পড়াশোনা করলে পরীক্ষায় সাফল্য আসবেই। যারা ভালো করে তাদের মাথা কিংবা হাতে গোপন কোনো জাদু নেই
কথাগুলো এবারের এইচএসসিতে চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ ৫ গোল্ডেন পাওয়া বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ তানভির । বইপড়া, খেলাধুলার পাশাপাশি ধর্মচর্চায় মনোযোগ । বাবা মো. আবল কালাম এম ই এস (আর্মি) (অবঃ) বান্দরবান। মা গৃহিণী, মার জাহান বেগম । ভবিষ্যতে মেডিকেল পড়তে আগ্রহী এ শিক্ষার্থী। সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত বলেন, 'আমি চাই সন্তান বড় হোক সুশিক্ষার পাশাপাশি ধর্ম ও নৈতিকতায়। সে নিয়মিত নামাজ-কালাম পড়ে এটা আমাকে শান্তি দেয়।' তানভীর আগামীর পথচলা হোক আরও সমৃদ্ধ-মা মার জাহান বেগম এটাই চাওয়া।
তার এ সফলতায় পেছনের কারিগর তার শ্রদ্ধেয় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সে মেডিকেলে ভর্তি হয়ে একজন চিকিৎসক হতে চায়। সে জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত