• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগের দাবিতে লিপলেট বিতরণ ও প্রতিবাদ সভা গোয়ালন্দে বৃহৎ পরিসরে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন  গোয়ালন্দে হাসপাতালে রোগীর চাপ, হিমশিম ডাক্তার ও স্বাস্থ্যকর্মী মানিকছড়িতে আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ ক্যান্সার চিকিৎসা ও দরিদ্র কন্যার বিয়েতে হাফিজ আহমেদের অনুদান দৌলতদিয়ার প্রকাশ্যে বসে মাদকের হাট! এক ডজন কোটিপতি মাদক ব্যবসায়ী বহাল তবিয়তে লামায় যে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী জামায়াতের ওলামা বিভাগের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত শান্তি পরিবহনের চাপায় নারী নিহত মিলনপুর বন বিহারে পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমা পালিত তিন পার্বত্যঞ্চলে বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা পরিবর্তে অস্থায়ী চেয়ারম্যানে নিয়োগ পেলেন শেফালিকা ত্রিপুরা

হয়তো তোমাকে পাওয়া হবেনা

এইচ.ইউ.রানা / ১০৪০ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২০

হয়তো তোমাকে পাওয়া হবেনা

এইচ.ইউ.রানা

জানি এ জীবনে আর হয়তো তোমাকে পাওয়া হবে না, না বলা কথাগুলো হয়ত হৃদয়ের মাঝে অস্পষ্ট হয়েই গাঁথা থাকবে। হয়ত তোমাকে পাবার আশা মরিচীকা হয়েই জমে থাকবে। তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো স্বপ্ন হয়েই নাড়া দেবে এ অন্তরে। হয়ত তা আর বাস্তবে পরিণত হবে না। তবুও ভাবতে ভালো লাগে,
তোমাকে ভালোবাসতে পেরেছি, জগতের সবচেয়ে কঠিন কাজটি আমি করতে পেরেছি।
আজ নিরাশাগুলো আমায় হাতছানি দেয়, স্বপ্নগুলো জল হয়ে চোখের পাতায় এসে থেমে যায়। আসলে থেমে যায় না, আমি নিজেই থামিয়ে দেই। নইলে যে তোমাকে নিয়ে দেখা আমার সব স্বপ্নগুলো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আমি তা চাইনা গো, আমি তা চাইনা। আমি চাই সারা জীবন তোমাকে মনে রাখতে, জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত তোমাকে- শুধুই তোমাকে ভালোবাসতে।
হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে গেল কেমন করে বুঝতেই পারলাম না। জীবন থেকে তুমি একদিন হারিয়ে যাবে, স্বপ্নেও তা ভাবিনি। তোমার জন্য অনেক কষ্ট হবে, তবু মানতে হবে বাস্তব সত্যকে। তোমার জন্য আর দাঁড়িয়ে থাকা হবে না পথের ধারে। সময়ে-অসময়ে আর দেখা করতে যাওয়া হবে না। গভীর রাত পর্যন্ত আর বার্তা বিনিময় হবে না। হবে না একসঙ্গে পথচলা। এ জীবনে তোমাকে আপন করে আর পাওয়া হবে না। কিছুদিন পরেই তুমি নতুন জীবন শুরু করবে। কিন্তু আমি কী করব? জানি না, হয়তো বা তোমাকে ভুলতে শুরু করব, নিজেকে বদলাতে শুরু করব, নিজেকে আবার গুছিয়ে নিতে চেষ্টা করব।
তোমার ওই মুখটা মনে পড়লে আমি আজও এলোমেলো হয়ে যাই। জানি না, কেন এমন হয়? হয়তো বা তোমাকে বেশিই ভালোবাসি। তুমি ওখানেই ভালো থেকো, সুখে থেকো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ