ঝুলন দত্ত, কাপ্তাই :
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে শিল্পী নানজিবা নাওয়াররের দুই দিনব্যাপী দ্বিতীয় একক চিত্র ও কারুকলা প্রদর্শনী শেষ হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে শিল্পকলার আর্ট গ্যালারি ভবনের ২য় তলায় এই আয়োজন করা হয়।
এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) নানজিবা নাওয়াররের দ্বিতীয় একক চিত্র ও কারুকলা প্রদর্শনী উদ্বোধন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক কে.এম. আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন সিকদার, সাংবাদিক সিরাজুল করিম মানিক ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজ।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর জয়নাব বেগম।
ডা. আবদুল্লাহ আবু সাঈদ ও ডা. রুমনা রশিদের কন্যা নানজিবা নাওয়ার। তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এই বছর এইচএসসি পাশ করছেন। প্রদর্শনীতে এই ক্ষুদে শিল্পীর ছোট বড় সব মিলিয়ে সর্বমোট ৮০টি চিত্র ও কারুকলা স্থান পায়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা এই শিল্পীর চিত্র কর্মের ভূয়সী প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অভ্যাগতরা ঘুরে ঘুরে প্রদর্শনী উপভোগ করেন এবং শিল্পীকে উৎসাহিত করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত