সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় সৌদি প্রবাসী সবুজ হত্যা মামলার বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল দশটায় শোকাহত পরিবার ও এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে শতাধিক নারী পুরুষ ঢাকা খুলনা মহাসড়কে মানববন্ধন করে। এসময় তারা ঢাকা খুলনা মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপি গাড়ি চলাচল বন্ধ করে নিহত সবুজের স্ত্রী রোকসানা বেগমের গ্রেফতার ও বিচার দাবি করে। এসময় এলাকাবাসীর আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাল দিলে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম এসে পরিবেশ শান্ত করেন। বক্তারা অভিযোগ করে বলেন সবুজের স্ত্রীর পরকীয়ার বলি সবুজ। তাকে ঘাস মারার বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।
নিহত সবুজ উপজেলার উজানচর ইউনিয়ন ২ নং ওয়ার্ড নবুওহিমদ্দিন পাড়ার মো. আইনদ্দিন শেখের ছেলে। পারিবারিক ভাবে ১২ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে একজনের বয়স ১০ বছর অপর জনের বয়স তিন বছর।
অপরদিকে রোকসানা বেগম ঘটনা স্থলে এসে বলেন, তার স্বামীর জায়গা জমি দখল করার জন্য তার ভাসুর ও আত্নীয় স্বজন মিলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। তার স্বামীর ঘরে তাকে উঠতে দিচ্ছে না। এছাড়া তার স্বামীকে সে নিজে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরপর ফরিদপুর ও ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম ঘটনা স্থলে এসে পরিবেশ শান্ত করেন। এসময় তিনি বলেন, সবুজের মৃত্যুর সুরাহা রিপোর্ট আসলে ঘটনা বোঝা যাবে তাছাড়া এই মামলার তদন্ত চলছে।
ফোন -০১৭১৮২১৫৮৮২
তারিখ -১৭/১০/২০২৪
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত