অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানের বৌদ্ধ বিহারগুলোতে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা। এ প্রবারণা পূর্ণিমাকে ঘিরে চলছে উৎসবের আমেজ।
রথযাত্রা শুরু হলো মঙ্গল কামনা গ্রহণের মাধ্যমে বান্দরবানে। ওয়াগ্যোয়াই পোয়ে উদ্যাপন পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী মঙ্গল রথ বৌদ্ধবিহারে নিয়ে যাওয়া হয়।
প্রবারণা সমাপনী ক্ষণে
বান্দরবান উজানীপাড়া রাজবিহারে
শীল সমাধি উপোসথ যাপনকারী সদ্ধর্মপ্রাণ
উপাসক-উপাসিকাগণ রাজগুরু বুদ্ধ বিহার অধ্যক্ষ
মহোদয়ের সমীপে সমাবেত গুরু বন্দনায় সামিলে একাকার।
বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পর এই প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের জন্য এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ভাবনা নীতি অনুশীলন করেন।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ১৮ ই অক্টোবর শুক্রবার বান্দরবান সদরের সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে সকাল থেকে চলছে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, গুরু ভক্তি, সোয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান) প্রদীপ প্রজ্জ্বলনসহ নানান ধর্মীয় অনুষ্ঠান। এসময় দেশ ও জাতির সুখ ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও বৌদ্ধ নারী-পুরুষরা পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ করেন। পরে বুদ্ধের উদ্দেশে ফুল পূজা, বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘ দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড (আহার) দান অনুষ্ঠিত হয়। এছাড়া আগতরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম দেশনা শ্রবণ করেন।
শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্র জ্যোতি থের, বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত পরমানন্দ ভিক্ষু।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত