অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:
বান্দরবানের রুমা বাজার থেকে বাড়ির ফেরার পথে সাঙ্গু নদীতে নৌকা ডুবে উয়ইচিং মারমা (৩৬) নামে এক নারী নিখোঁজ হয়েছে। নিখোঁজ নারীর এখনো সন্ধান পাওয়া যায়নি।
১৪ অক্টোবর সোমবার বিকেলে পাইন্দু ইউনিয়নে ১নং ওয়ার্ডে গংগা পাড়া ঘাটে এই ঘটনা ঘটে।
নিখোঁজ নারী তমক পাড়া গ্রামে মংচিংখয় মারমার মেয়ে উয়ইচিং মারমা (৩৬)। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে নৌকা যোগে গ্রাম থেকে সপরিবার নিয়ে রুমা বাজারে আসেন প্রবারণা পূর্ণিমা বাজার করতে। বাজার শেষ করে বিকাল দিকে ১৮ জন যাত্রী নিয়ে এলাকাতে রওনা দেয় নৌকাটি। খক্ষ্যংঝিড়ি এলাকা গংগা পাড়া ঘাটে পৌছার আগে নৌকা ইঞ্জিনে আগুন লাগে। এসময় নৌকাটি ঘুরাতে গিয়ে নদীতে ডুবে যায়। এই ঘটনায় অন্যান্য যাত্রীরা প্রাণ বাচাতে পারলেও পানিতে ডুবে উয়ইচিং মারমা নিখোঁজ হয়ে যায়। পরে এলাকাবাসীরা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে আর পাননি।
পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, বাজার করে বাড়িতে ফেরার পথে নৌকাটি ডুবে গেলে পানিতে পড়ে মহিলাটি নিখোঁজ হয়ে যায়। এলাকাবাসীরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিসকেও অবগত করা হয়েছে, আগামীকাল উদ্ধারে চালানো হবে বলে জানান তিনি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত