খাগাড়ছড়ি : নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পার্বত্য খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাজার মনিটরিং করেছেন ইউএনও-এসিল্যান্ডসহ বাজার মনিটরিং সংক্রান্ত ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির নেতৃবৃন্দ। কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম মাটিরাঙ্গা বাজারের হোটেল-রেস্তোরা, মুদি দোকান, চালের আড়ৎ ও কাঁচা বাজার মনিটরিং করেন।
বাজার মনিটরিংকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম কাঁচা বাজার ব্যবসায়ী, মাছ-মাংস বিক্রেতা, হোটেল-রেস্তোরা ও মুদি দোকানীদের সাথে বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন।
বাজার মনিটরিং কালে আজকের মধ্যে প্রতিটি দোকানে পণ্যের মুল্য তালিকা টানানোর নির্দেশ দিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেন এবং অকারণে পণ্যের মূল্য বৃদ্ধি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। এসময় প্রতিটি হোটেল মালিককে নিজ দায়িত্বে হোটেল সংলগ্ন ধলিয়া লেকের ময়লা-আবর্জণা পরিস্কারের নির্দেশনা দেন ইউএনও।
এসময় ফ্রিজে পুরনো ব্রয়লার মুরগীর মাংস মজুদের দায়ে মাটিরাঙ্গার বিআরটিসি হোটেল এন্ড শারমিন বিরিয়ানী হাউজকে ভোক্তা অধিকার আইনে তিন হাজার টাকা জরিমানা করেন।
এ সময় মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হালদার, উপজেলা মৎস্য অফিসার মো. আরিফুল মোল্লা, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. সোমেন চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. ফয়জুল্লাহ মীর ছাড়াও বাজার মনিটরিং সংক্রান্ত ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত