ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে ঢাকঢোল, আনন্দ উল্লাস ও বিসর্জনের মধ্যে দিয়ে শারদীয় দুর্গা উৎসবের সমাপ্তিতে পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রতিমা বিসর্জন মঞ্চ অনুষ্ঠিত হয়েছে। পূজার প্রতিমা বিসর্জন মঞ্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
প্রতিমা বিসর্জন পূর্বে তিনি বলেন, সুন্দর সুষ্ঠভাবে এবারের পূজা উদযাপন ও বিসর্জন সম্পন্ন করার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবারে পুজোয় বিএনপি জেলার প্রত্যেকটি পূজা মন্ডপে তাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে সহায়তা করেছিলেন। পাশাপাশি তিনি বিএনপি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যে কাজ করেছেন ভবিষ্যতে এসব কাজ আরো বেশি করবে বলে আশ্বস্ত করেন তিনি।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন কমিটির খাগড়াছড়ি জেলা সভাপতি অশোক মজুমদারের সভাপত্বিত্ব অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদকএম এন আবছার, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশারফ হোসেন , লক্ষ্মীনারায়ন মন্দিরের সভাপতি নির্মল দেব সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে খাগড়াছড়ি সদরে পূজা মন্ডপের প্রতিমা গুলো একসাথে খাগড়াছড়ি গরু বাজার চেঙ্গী নদীতে বিসর্জন দেয়া হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত