অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:
শুভ বিজয়া দশমী আজ। বান্দরবান সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
দশমীর বিহিত পূজা। পূজা শেষে দর্পন ও বিসর্জন। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। আজ দশমী সিঁদুর খেলা, মায়ের এবার ফেরার পালা, চোখের জলে বিদায় বলা। আসছে বছর আবার মা আসবেন আমাদের ঘরে। শুভ বিজয়া দশমী।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী তিথিতে বিহিত পূজা এবং দর্পন বিসর্জনের মাধ্যমে মন্ডপে মন্ডপে দেবীদুর্গার আরাধনা করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা; তবে বিসর্জনের ক্ষণ এগিয়ে আসায় ছিল বিদায়ের সুর-ও।
হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবীদুর্গা। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।
বান্দরবান সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ (বিপ্লব) জানান, পূজা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থার দিয়েছেন।
তিনি আরও বলেন সবাইকে অভিনন্দন শুভ, বিজয়া-
আসছে বছর আবার হবে ---
বলো দূর্গা মা -কি,জয়
গণেশ, বাবাজী কি,জয়
লক্ষ্মী মা- কি,জয়
সরস্বতী মা কি-জয়,
কান্তিক বাবাজী -জয়,।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত