জয়পুরহাটে পুকুরের পানির উপর তিনতলা ব্যতিক্রমী এক পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা। কাঠ-বাঁশ ও লোহা দিয়ে তৈরী তিনটি তলায় ও পুকুরের চারপাশে প্রতিমায় ফুটিয়ে তোলা হয়েছে রামায়ন, মহাভারতসহ পৌরাণিক কাহিনির চিত্র।প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এই পূজামন্ডপ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা।
জয়পুরহাট জেলায় নজর কেড়েছে সদর উপজেলার প্রত্যন্ত গ্রামের পালী মধ্যপাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ। এখানে পুকুরের মাঝখানে তৈরী করা হয়েছে তিনতলা পূজা মন্ডপ। এতে ব্যবহার করা হয়েছে বাঁশ, কাঠ ও লোহাসহ অন্যান্য সরঞ্জাম। ৮ বছর আগে সাধারণ মন্ডপের মতোই এখানে দূর্গাপূজা উদযাপন করা হতো। এরপর ব্যতিক্রম চিন্তা থেকে ওই গ্রামের হিন্দু ধর্মাবলম্বী মানুষ নিজ উদ্যোগে দুর্গামন্ডপ সংলগ্ন পুকুরের উপর দৃষ্টিনন্দন তিনতলা মন্ডপ তৈরী করে পূজার আয়োজন করে আসছে।
তিনতলাসহ পুকুরের চারপাশে প্রতিমায় ফুটিয়ে তোলা হয়েছে রামায়ন, মহাভারতসহ পৌরাণিক কাহিনী চিত্র। আর এই ব্যতিক্রমী আয়োজন দেখতে ঢল নেমেছে জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো ভক্তদের।
এমন আয়োজনে বেশ খুশি তারা।ব্যতিক্রমী চিন্তা থেকে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের উদ্যোগে এমন আয়োজন করার কথা জানান আয়োজক কমিটি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত