ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: বাঙালি সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে শুক্রবার ( ১১ অক্টোবর) রাতে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পুজা মন্ডপ এবং শিলছড়ি সার্বজনীন মাতৃ মন্দির পরিদর্শন করেন রাঙামাটি ও কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডাঃ রহমত উল্যা,কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ, সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উ থোয়াই মং মার্মা ,সহ সাংগঠনিক সম্পাদক আবু হাসান রক্সি,১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আবদুল মতিন, কাপ্তাই উপজেলা যুব দলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু, যুগ্ম আহবায়ক সুমন মার্মা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রিয়তোষ চৌধুরী, কাপ্তাই উপজেলা ছাত্র দলের আহবায়ক সেকান্দর আলী রাসেল, সদস্য ইখতিয়ার উদ্দিন রিদয়, কর্ণফুলী কলেজ ছাত্র দলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশ, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুব দলের সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন মিলন,সিঃ যুগ্ম আহবায়ক তৌহিদুল, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ, যুগ্ম আহবায়ক লোকমান,১নং চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ সাহারিয়া শহিদ অমিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং রাঙামাটি জেলা বিএনপির পরামর্শে আমরা যষ্ঠী পুজা হতে কাপ্তাইয়ের প্রতিটি মন্দিরে পরিদর্শন করছি। পুজা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই পরিদর্শন অব্যাহত থাকবে। এই পুজাকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেইজন্য আমাদের নেতাকর্মীরা সবসময় সজাগ আছে। এই কাপ্তাই উপজেলা একটি অসাম্প্রদায়িক এলাকা। এখানে সকল সম্প্রদায়ের মানুষ একসাথে বিভিন্ন উৎসব পার্বন পালন করে আসছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত