ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে পাহাড়ে অস্থিতিশীলতা, সংঘাত ও সহিংসতা এড়াতে অসাম্প্রদায়িক সম্প্রীতির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি সদরস্থ মারমা উন্নয়ন সংসদ সম্মেলন কক্ষে সম্প্রীতির সভায় প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর উপস্থিতিতে পৌর এলাকার জনসাধারণদের আয়োজনে এ সম্প্রীতির সভা অনুষ্ঠিত হয়।
সমাজ কর্মী সুখময় খীসার উপস্থাপনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃদা, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মংনু মারমা, মারমা ঐক্য পরিষদ চেয়ারম্যান বাবু ম্রাচাথোই মারমা, সমাজ কর্মী অরুন কান্তি চাকমা, জেলা পূজা উদযাপন কমিটি সভাপতি অশোক মজুমদার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন মজুমদার সহ সুশীল সমাজের নেত্রীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে পাহাড়ে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। তা আমরা আবার পুনরাবৃত্তি চাই না। পাহাড়ে পূর্বে যেভাবে আমরা মিলেমিশে সহাবস্থান করেছিলাম। বর্তমানেও আমরা পাহাড়কে অসাম্প্রদায়িক পাহাড় হিসেবে গড়ে তোলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এবং আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনে সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনীকে সোপর্দ করবো। এটিই হবে আজকে আমাদের অঙ্গীকার।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত