ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।।
শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ। শাস্ত্র মতে, মহাসপ্তমী পূজায় বিশেষ রীতি মেনে স্নান করানো হয় দেবী দুর্গাকে। পরে ধর্মীয় রীতিতে নতুন বস্ত্র ও নানা উপাচারে তার পূজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার খাগড়াছড়ি মহাষ্টমীতে সকাল থেকে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর পুষ্পাঞ্জলি প্রদান করা হয়।
এদিন, খাগড়াছড়িতে সন্ধ্যা থেকে মঠ মন্দিরে মন্দিরে থাকে বিশেষ আয়োজন, প্রস্বাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে পূজা শুরু হলেও দুপুরের পর থেকে মণ্ডপগুলোতে ঢল নামবে বলে জানান বেশ ক'টি মন্দির কর্তৃপক্ষ।
শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিনে প্রতিবছরের মতো এবারও মহাষ্টমীতে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির ও গীতাশ্রম মন্দিরে প্রস্বাদ বিতরণ করা হবে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
দেবীর অঞ্জলি নিতে আসা ভক্তরা মায়ের কাছে প্রার্থনা জানান, দুর্গা দেবী যেন পৃথিবী থেকে সকল প্রকার দুঃখ গ্লানি দূর করে শান্তি বয়ে আনে সেই প্রার্থনা করে।
পুরোহিত পরিতোষ চক্রবর্তী বলেন, অশুভের বিনাশ ঘটিয়ে পৃথিবীতে শুভ শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন অসুরবিনাশী দেবী দুর্গা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত