ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিএসআরএল হাওর ক্যাম্পেইন গ্রুপের উদ্যোগে শুক্রবার সকালে খাগড়াছড়ি হোটেল গাইরিং এ কর্মশালাটির আয়োজন করা হয়। কর্মশালায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানী খাতের ভূমিকা বিষয়ক আলোচনায় পরামর্শ মূলক স্বাগত বক্তব্য রাখেন, সিএসআরএল ক্যাম্পেইন গ্রুপের সাধারণ সম্পাদক জিয়াউল হক মুক্তা এবং সিএসআরএল এর নির্বাহী কমিটির সদস্য হাসান মেহেদী।
কর্মশালায় মুক্ত আলোচনায় পার্বত্যঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভূমিকায় বক্তব্য রাখেন, আলো এনজিও এর নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা, ডিজিএফপি'র টেকনিক্যাল এক্সপার্ট শিল্পী বর্মন, সিআইপিডি রাঙ্গামাটির প্রধান নির্বাহী জনলাল চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, তৃনমুল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার নেত্রীবৃন্দ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত