১২ আগস্ট (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে লক্ষীছড়ি সেনা জোনের আওতাধীন মাষ্টারপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে অবৈধ গাঁজা ব্যবসায়ী ধুনচাই মারমা (২১) এবং সুইচিং মারমা (২০) কে ১০ কেজি প্রক্রিয়াজতকৃত গাঁজা, ৫ লিঃ বাংলামদ এবং নগদ টাকাসহ আটক করেছে।
পরবর্তীতে আটকৃত মাদক ব্যবসায়ীদের এবং অবৈধ মাদকদ্রব্য লক্ষীছড়ি থানায় হস্তান্তর করা হয়। লক্ষীছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি, জি বলেন, অবৈধ মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত পাহাড়ি সন্ত্রাসী দল গুলোকে চাঁটদা প্রদান করে এলাকা অস্থিতিশীল করার পায়তারা করছে। এসকল ব্যবসার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।
এসকল অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে সেনাবাহিনীর চলমান অভিযান আরো জোড়দার করা হয়েছে। পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ সকল বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন জনগন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত