ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী-নারায়ণ মন্দিরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সনাতন সমাজ কল্যাণ পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মো. আমান হাসান।
এরকম একটি মহৎ উদ্যোগে তিনি পূজা উদযাপন কমিটিকে সাধুবাদ জানান। পাহাড়ে মানুষে দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করে মনের চোখ দিয়ে পার্বত্য চট্টগ্রামকে দেখতে বলেন। তাহলে যতগুলো নিরাপত্তা বাহিনী আছে তাদের কোনো দরকারও হবে না। এখানে যে সৌন্দর্য আছে তা মানসিক চোখ দিয়ে না দেখে মনের চোখ দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
শেষে চক্ষু শিবির পরিদর্শন করেন। শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে প্রায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এ সময় খাগড়াছড়ি সমাজ কল্যাণ পরিষদ, সদর উপজেলা কমিটির সভাপতি সুজিত দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জোন কমান্ডার আবুল হাসনাত জুয়েল, সনাতন সমাজ কল্যাণ পরিষদ খাগড়াছড়ি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্মল কান্তি দাশ, খাগড়াছড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার, শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব সহ আয়োজক কমিটির সদস্য বৃন্দ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত