ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় রাজনীতি থেকে আবসর নিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাসেম সরকার। রোববার (৭ অক্টোবর) তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সাবেক এমপি আবুল কাসেমের স্বাক্ষরিত পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাই আমার ওপর বর্ণিত দায়িত্ব, দলের প্রেসিডিয়াম সদস্য ও প্রাথমিক সদস্য পদ থেকে ৬ অক্টোবর পদত্যাগ করেছি।
আবুল কাসেম সরকার ১৯৮৬ সালে তৃতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে চতুর্থ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার এলাকার বাসিন্দা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত