সাইফুর রহমান পারভেজরাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় ব্যাপক নদী ভাঙন রোধে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ অক্টোবর) বেলা বারোটায় দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার এলাকার কাওয়াল জানি গ্রামের নদীর পারে স্থানীয় কয়েকশো নারী পুরুষ ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই মানববন্ধনে অংশ গ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন,
স্থানীয় আবুল ডাক্তার, জামাল মুন্সি, জাহিদ সরদার, মাজেদ সরদার ও রফিকুল ইসলাম।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন ধোপা গাথি, বিশ্বনাথ পুর, বাঘাবাড়ি, রাখাল গাছি সহ বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনে পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। হাজার হাজার মানুষ আশ্রয়হীন এবং গৃহহীন হয়ে পড়েছে। এই দীর্ঘ সময় সরকার কোন ব্যাবস্থা নেয়নি। সরকারের মহা প্রকল্প নেওয়ার কথা থাকলেও সেটা বাস্তবায়ন হয়নি। ভোটের সময় রাজনৈতিক নেতৃবৃন্দ আসলেও আমাদের কোন খোঁজ খবর রাখেনি। আমরা প্রায় সব পরিবার চারপাঁচ বার ভাঙনের শিকার হয়ে আজ অসহায় ও নিঃস্ব হয়ে পড়েছি। এবার নদী শাসনের ব্যাবস্থা না নিলে আমরা আমরন অনশনে বসবো। দ্রুত স্থায়ী নদী শাসনের কাজ সহ এই এলাকা রক্ষার জন্য স্থানীয় প্রশাসন সহ অন্তবর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত