আনোয়ার হোসেন, পানছড়ি প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মণ্ডপগুলোকে সাজানো হচ্ছে বাহারী সাজে। এসব মণ্ডপগুলোতে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিজিবি।
সোমবার (৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূূঁইয়া। মণ্ডপ পরিচালনা কমিটি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে তিনি মতবিনিময় করেন। বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে বলে তিনি সকলকে আশস্ত করেন।
সবাইকে শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে নির্ভয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পূজা উদযাপন করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য এর আগে উপজেলার প্রতিটি মণ্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি) লোগাং জোন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত