মোঃ আলমগীর হোসেন , লংগদু ( রাংগামাটি)
রাঙামাটি জেলার লংগদু উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলার পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামী লংগদু উপজেলা নেতৃবৃন্দ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার ০৭ অক্টোবর বিকাল ৩টায় রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামী লংগদু উপজেলা আমীর মাও, মো: নাছির উদ্দীন এর সভাপতিত্বে উক্ত মতবিনিময়ে উপস্থিত ছিলেন, লংগদু মন্দির পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দয়াময় চক্রবর্তী, জালিয়াপাড়া মন্দির কমিটির সভাপতি তপন দাস, মাইনীমুখ মন্দির কমিটির সভাপতি তপন দত্ত, জামায়াতের লংগদু ইউনিয়ন আমীর মো: মঞ্জুরুল আলম মাইনীমুখ ইউনিয়ন পশ্চিম এর আমীর আব্দুল জব্বারসহ লংগদু উপজেলার পূজামন্ডবগুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জামায়াতের নেতৃবৃন্দ সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের নিঃসংকোচে, নির্বিঘ্নে উৎসাহ উদীপনার সাথে পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপনের আহবান জানান। পূজা ও উৎসব পালন নির্বিঘ্ন করতে জামায়াত ইসলামীর পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি দল যেখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সকল ধর্ম, সম্প্রদায়ের মানুষ জামায়াত ইসলামীর কাছে বিগত দিনেও নিরাপদ ছিলো, বর্তমানেও আছে, ভবিষ্যতে ও থাকবে। তারা বলেন, স্বৈরাচার সরকার পতনের পর দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা একটি মহল মেনে নিতে পারছে না। যারা মেনে নিতে পারছে না তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়।
আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাঙ্গামাটি মন্ডপে র নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করে পূজা উৎযাপনে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করায় সন্তোষ প্রকাশ করা হয় এবং লংগদু উপজেলা জামায়াতের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত