সাইফুর রহমান পারভেজ,রাজবাড়ী জেলা প্রতিনিধি
দুর্গাপূজায় নিরাপত্তা সুরক্ষার পাশাপাশি সৌহার্দ সম্প্রীতি রক্ষা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সনাতন ধর্মালম্বীদের পাশে থাকবে রাজবাড়ী জেলা বিএনপি। উৎসব চলাকালে প্রতিটি পূজামন্ডপে বিএনপি'র নেতাকর্মীরা শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবে।
শুক্রবার ৪ঠা অক্টোবর বিকেলে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের হলরুমে পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
রাজবাড়ী পৌরসভার অন্তর্গত সব পূজা মন্ডপ ও মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে পৌর বিএনপি।
রাজবাড়ীর পৌর বিএনপি'র সভাপতি মো. তোফাজ্জল হোসেন মিয়া সভাপতিত্ব পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল সঞ্চালনায়, উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, রাজবাড়ী জেলা বিএনপি'র আহবায়ক এ্যাড.লিয়াকত আলী বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,জেলা বিএনপি'র সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাড. আসলাম মিয়া, জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপি'র সাবেক আহ্বায়ক মাহবুব চৌধুরীর দুলাল, সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক আবুল হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রুমান, রাজবাড়ী পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেশ চক্রবর্তী, ও সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তী প্রমুখ ।
এ্যাড.আসলাম মিয়া,জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি
বক্তব্যে বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন সনাতন ধর্মালম্বীদের পাশে থাকার জন্য। এবারের দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা বিএনপি রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভার পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা করেছে। তাই আপনারা কোন অবস্থাতেই হীনমন্যতায় ভুগবেন না। আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের সুরক্ষা দেব। যেকোনো মূল্যে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। প্রতিটি পূজা মন্ডপে বিএনপি'র নেতাকর্মীরা শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবে। এ সময় জেলা বিএনপির পক্ষ থেকে রাজবাড়ী পৌরসভার অন্তর্গত ২৬ টি পূজা মন্ডপের জন্য পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের কাছে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা আশা করেন সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গো উৎসব আনন্দ মুখরতায় উদযাপিত হবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত