আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
"শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গিতা পাঠ করা হয়। পরে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলায় এসে শেষ হয়।
শনিবার সকালে ৫ই অক্টোবর বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে দিশানী হায়দার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলকুচি সরকারি কলেজে এর অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ একে এম সামছুল আলম, মেঘুল্লা নাজমুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শহিদুল রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, গোপরেখী ইলিয়াস কনা কারিগরি কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ কবির উদ্দিন, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ক্ষিদ্রমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল হুদা, চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আহমিদা খাতুন, চালা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ রফিকুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত