খাগড়াছড়ি : মাটিরাঙ্গায় অবৈধ পথে নিয়ে আসা ১লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় কাপড় উদ্ধার করেছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন।
শনিবার (৫ অক্টোবর ) ভোর সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চৌধুরীঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করা হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াচু আনন্দ বাজার এলাকায় দিয়ে মোটরসাইকেল যোগে ভারতীয় কাপড় নিয়ে নিয়ে আসা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের
ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার টিএ মো: হারুনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা চোরাই পথে নিয়ে আসা কাপড় ফেলে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে পরিত্যাক্ত অবস্থায় ২৭টি জিন্সের প্যান্ট, ৬৬ টি শার্ট, ৪৪টি শার্ট ও ১৬টি কলার টি শার্টসহ মোট ১৫৩টি ভারতীয় কাপড় জব্দ করা হয়।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য নিয়ে আসা রোধে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। চোরাকারবারিদের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত