আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ণ প্রকল্পে নারী ও কিশোরীদের সচেতন করার লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় স্কুল ছাত্রীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে তথ্য আপা প্রকল্পের তথ্য কর্মকর্তা(অ.দা) এ্যানি মারমার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া। সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে
বক্তব্য রাখেন, পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, শিক্ষক কান্তা বড়ুয়া, আবদুল মান্নান প্রমূখ।
সভাপতি তাঁর বক্তব্যে কিশোরীদের উদ্দেশ্যে বলেন, কিশোরী বয়সে নিয়মিত পুষ্টিকর খাবারের ওপর জোর দিতে হবে। বিনয়ী হতে শিখতে হবে, সহপাঠী ও সহাবস্থানে সম্প্রীতির বন্ধনে কিশোরীরা একে অপরের সাথে সুসম্পর্ক গড় তুলতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে সাহস নিয়ে আগাতে হবে। শারিরীক সুস্থ্যতা গড়নে নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এর ফলে একটি সুন্দর সমাজ, পরিবার ও দেশ গঠনে আজকের কিশোরীরা ভবিষ্যতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত