ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে সারা দেশে ১৮ দিন ব্যাপী টিকা কার্যক্রম কর্মসূচীর অংশ হিসাবে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে মঙ্গলবার (১ অক্টোবর) হতে ১৮ অক্টোবর পর্যন্ত ছাগলের পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।
এদিন উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ২,৪,৭ ও ৮ নং ওয়ার্ডে প্রায় ৮শত ছাগলকে টিকা প্রদান করা হয়েছে।
এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো: এনামুল হক হাজারী( পিএইচডি) উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: জাকিরুল ইসলাম সহ প্রাণীসম্পদ বিভাগের উপ সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি এবং খামারিরা উপস্থিত ছিলেন।
এভাবেই প্রত্যেকটি ইউনিয়নে বিনামূল্যে টিকা প্রদান করা হবে বলে জানান প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো: এনামুল হক হাজারী (পিএইচডি)।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত