করোনার পাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে থেকে অসহায় হয়ে পড়া দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।
বুধবার সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরের নানিয়ারচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার অসহায় হয়ে পড়া পরিবারসমূহের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর এস.এম রুবাইয়াত হোসাইন (পিএসসি)।
নানিয়ারচর জোনের বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, লকডাউনে অসহায় হয়ে পড়া স্থানীয় ৩৫টি হতদরিদ্র পরবারের মাঝে চাল, ডাল, তৈল ও লবনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়। নানিয়ারচর জোনের এই সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলেও জানান এই সেনা অফিসার।
নানিয়ারচর সেনাবাহিনী কর্তৃক এই ত্রাণ সামগ্রী বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত