ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: আগামী ২
অক্টোবর মহালয়ার মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব এর দেবী পক্ষের সূচনা হবে এবং আগামী ৯ অক্টোবর মহা যষ্ঠীর মাধ্যমে দেবীকে আহ্বান করবেন ভক্তরা। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা নিরজনের মাধ্যমে ৫ দিনব্যাপী এই পূজা শেষ হবে।
সোমবার( ৩০ সেপ্টেম্বর) রাঙামাটির কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। মন্দিরে সাজসজ্জার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন কমিটির সদস্যরা।
কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য জানান, এই বছর কাপ্তাইয়ে ৮ টি পুজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। মন্ডপগুলো হলো, কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দির, চন্দ্রঘোনা মিশন এলাকা আদি নারায়ণ বৈদান্তিক বিদ্যালয়র ও সিদ্বিশ্বরি কালি মন্দির, শিলছড়ি সার্বজনীন দুর্গা মন্দির এবং ওয়াগ্গা শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম মন্দির এবং কাপ্তাই প্রজেক্ট ব্রিকফিল্ড দুর্গা মন্দির।
কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, আমরা এই বছর বিজয়া দশমীর দিন কর্ণফুলী নদীতে নৌ শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন দেয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খাঁন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত