খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নতুন
উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মনজুর আলম। তিনি মাটিরাঙার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর স্থলাভিষিক্ত হলেন।
রোববার দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পরপরই মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এরপরপরই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা শৈলেন্দ্র লাল চাকমা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল ছাড়াও উপজেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ বরণ করে নেন নতুন নির্বাহী অফিসারকে।
৩৫তম বিসিএস (প্রশাসন) এর মাধ্যমে তিনি প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পাহাড়ী জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা তাঁর প্রথম কর্মস্থল। ব্যক্তিগত জীবনে বিবাহিত মনজুর আলম এক পুত্র সন্তানের জনক।
দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে মনজুর আলম বলেন, পুর্বের ইউএনও’র সুচিত কাজের ধারাবাহিকতা বজায় রেখে তিনি কাজ করতে চান। মাটিরাঙ্গা উপজেলাকে নতুন রূপে সাজানোর স্বপ্নের কথাও জানালেন মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।