• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন ঐতিহ্য ফিরে আসুক বান্দরবানে-থানজামা লুসাই রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ মাগুরার শ্রীপুরে মহিলা আওয়ামীলীগের সভাপতি পুলিশের হাতে গ্রেফতার বেড়াতে আসুন রূপের রাণী বান্দরবানে লামায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ ইতিহাদ এর উদ্যোগে লামায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত সরকারি পুকুরে মাছ শিকারের অভিযোগে লক্ষ টাকা জরিমানা করল উপজেলা প্রশাসন আগামীকাল শনিবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে জোন কমাণ্ডার’স স্কলারশিপ: অংশ নিচ্ছেন ৫১২ জন শিক্ষার্থী

মাটিরাঙ্গা নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন মনজুর আলম

স্টাফ রিপোর্টার: / ৯৯ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

 

খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নতুন
উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মনজুর আলম। তিনি মাটিরাঙার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর স্থলাভিষিক্ত হলেন।

রোববার দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পরপরই মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এরপরপরই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা শৈলেন্দ্র লাল চাকমা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল ছাড়াও উপজেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ বরণ করে নেন নতুন নির্বাহী অফিসারকে।

৩৫তম বিসিএস (প্রশাসন) এর মাধ্যমে তিনি প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পাহাড়ী জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা তাঁর প্রথম কর্মস্থল। ব্যক্তিগত জীবনে বিবাহিত মনজুর আলম এক পুত্র সন্তানের জনক।

দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে মনজুর আলম বলেন, পুর্বের ইউএনও’র সুচিত কাজের ধারাবাহিকতা বজায় রেখে তিনি কাজ করতে চান। মাটিরাঙ্গা উপজেলাকে নতুন রূপে সাজানোর স্বপ্নের কথাও জানালেন মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ