খাগড়াছড়ি : মাদকমুক্ত সমাজ বিনির্মানে খাগড়াছড়ির মাটিরাঙায় মাটিরাঙ্গা ফুটবল একাডেমীর সাথে হাসনাবাদ খেলোয়াড় সমিতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে মাটিরাঙ্গা ফুটবল একাডেমী।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ ঘটিকায় মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এরটুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জনাব জয়নাল আবেদীন সরকার ও মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন।
কয়েকশ দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্ধিতাপুর্ন টুর্নামেন্টে নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ০১-০১ গোলে সমতা থাকায় টুর্নামেন্ট ট্রাইবেকারে গড়ায়। ট্রাইব্রেকারেও ম্যাচ ড্র থাকলে উভয় দলকে দ্বৈত চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
প্রীতি ফুটবল ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলসহ অতিথিবৃন্দ খেলোয়াডদের হাতে পুরস্কারটি তুলে দেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইঁয়া একজন ক্রীড়াপ্রেমী রাজনৈতিক নেতা মন্তব্য করে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মানে গুরুত্বপুর্ন ভুমিকা রাখে খেলাধুলা। ফুটবল টুর্নামেন্ট মানুষে মানুষে ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে। ভবিষ্যতে বড় আকারো ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত